টানা দুই ম্যাচ জিতে আগেই সেমি ফাইনাল নিশ্চিত করেছিল ভারত-নিউজিল্যান্ড। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। আর সেই ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
রোববার দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করে ভারত। এদিন দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শ্রেয়াস আইয়ার। জবাবে খেলতে নেমে ৪৫ ওভার ৩ বলে ২০৫ রান তুলে অলআউট হয় নিউজিল্যান্ড।
আগামী ৩ মার্চ দুবাইয়ে প্রথম সেমিতে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আর ৫ মার্চ দ্বিতীয় সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
এর আগে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। একই ভাবে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে গ্রুপ এ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। অন্যদিকে গ্রুপ এ থেকে আফগানিস্তান,ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে দক্ষিণ আফ্রিকা। আর অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে এবং আফগানদের বিপক্ষে বৃষ্টিতে এক পয়েন্ট পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া।