বাংলাদেশের স্পিন বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর ক্রিকেটের বাইরেই ছিলেন রঙ্গনা হেরাথ। এবার নতুন করে দায়িত্ব নিচ্ছেন এই লঙ্কান কিংবদন্তি। তাকে দেখা যাবে নিউজিল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে।
এশিয়ার দলগুলোর বিপক্ষে সাফল্য পেতেই মূলত হেরাথকে নিয়োগ দিচ্ছে নিউজিল্যান্ড। দক্ষিণ এশিয়ায় ছয়টি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে দলটির। যার প্রথম তিনটিতে নিউজিল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন হেরাথ।
এছাড়াও বিক্রম রাঠোরকে ব্যাটিং পরামর্শক হিসেবে দেখা যাবে। ভারতীয় দলে দীর্ঘদিন ব্যাটিং কোচ হিসেবে কাজ করে সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে তার দায়িত্ব।
হেরাথ ও রাঠোরকে পেয়ে দল উপকৃত হবে বলে জানিয়েছেন কিউইদের প্রধান কোচ গ্যারি স্টেড। তিনি বলেন, ‘এই দুজনকেই বিশ্ব ক্রিকেটে বেশ উঁচু মানের কোচ হিসেবে মনে করা হয় এবং আমি জানি যে, আমাদের ছেলেরা তাদের কাছ থেকে শেখার জন্য মুখিয়ে আছে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















