শ্রীলঙ্কায় টেস্টে হোয়াইটওয়াশড হওয়ার পর ভারতর সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। ভারত সিরিজের আগেই কুঁচকিতে টান লেগেছে উইলিয়ামসনের। ফলে দলের সঙ্গে ভারতে রওনা হতে পারেননি ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট বেঙ্গালুরুতে আগামী বুধবার শুরু হবে।
নি জিল্যান্ডের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। তিনি ১০২ টেস্ট খেলে ৮ হাজার ৮৮১ রান করেছেন ৫৪.৪৮ গড়ে। সেঞ্চুরি করেছেন ৩২টি। তাদের ইতিহাসের আর কোনো ব্যাটসম্যানের ৮ হাজার রান আর ২০টি সেঞ্চুরিও নেই।