নিউজিল্যান্ড সিরিজের টি২০ দল ঘোষণা শ্রীলঙ্কার

সানাথ জয়সুরিয়ার সাথে খেলোয়াড়রা | ছবি: ফেসবুক

আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য চারিথ আসালাঙ্কাকে অধিনায়ক করে ১৬ সদস্যের টি-টুয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলংকা। আগামী ২০ ডিসেম্বর নিউ জিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়তে পারে লঙ্কানরা।

মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর। দুই দিন পর একই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ২ জানুয়ারি নেলসনে অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচ। এক নজরে দেখে নেয়া যাক শ্রীলংকার দলের সদস্যদের।

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাকসা, ভানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দু ভিক্রামাসিংহে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, আসিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো।

Exit mobile version