শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ধাম্মিকা নিরোশনকে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা বুধবার ৪১ বছর বয়সি এই ক্রিকেটারকে রাজধানী কলম্বোর দক্ষিণাঞ্চলীয় শহর গলের আম্বালাংগোড়ার কান্ডা মাওয়াথায় তার নিজ বাড়িতে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে খুন করে। এই সময় তার স্ত্রী ও দুই সন্তান বাড়িতেই ছিলেন।
ঘটনার পর পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যায়। কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানাতে পারেনি।
২০০০ সালে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয় ধাম্মিকা নিরোশনের। বয়স ভিত্তিক দল থেকে উঠে আসা ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান ধরা হতো তাকে। তার অধীনে খেলেছেন ফারভেজ মাহারুফ, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও উপুল থারাঙ্গার মতো ক্রিকেটার। কিন্তু ২০ বছর বয়সেই খেলা ছেড়ে দেন ধাম্মিকা। অবশ্য তার খেলা ছেড়া দেয়ার কারণ জানা যায়নি।
শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে লঙ্গার ভার্সন (চার দিনের) ও ওয়ানডে ম্যাচ খেলা ধাম্মিকা নিরোশন প্রথম শ্রেণীর ক্রিকেট ১২ ও ‘লিস্ট-এ’কে আটটি ম্যাচ খেলেছেন।