এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল লাইন আপ চূড়ান্ত। চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান শিরোপা জয়ের লড়াইবে নামবে। ভারত আগেই ফাইনাল খেলা নিশ্চিত করেছিল। গত রাতে অলিখিত সেমিফাইনালে পাকিস্তান ১১ রানে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে। দুই ফাইনালিস্ট নির্ধারিত হলে সুপার ফোরের খেলা শেষ হয়নি। আর সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ফাইনালিস্ট নির্ধারিত হওয়ায় আজকের ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে রূপ নিয়েছে। অন্য সব ম্যাচের মতো এ ম্যাচটিও রাত সাড়ে আটটায় শুরু হবে।
দুই দলের কোনো কিছু হারানোর নেই। শ্রীলঙ্কা এবারের টুর্নামেন্টে সুবিধা করতে পারেনি। মূলত এবারের টুর্নামেন্টে ক্রিকেটপ্রেমীরা ভারতকে আগেই ফাইনালিস্ট হিসেবে বিবেচনায় রেখেছিল।কেননা অন্য সব দলগুলোর তুলনায় ভারত অনেক অনেক বেশি এগিয়ে রয়েছে। ব্যাটিংয়ে যেমন, বোলিংয়ে তেমন। ব্যাট হাতে তো ভারতীয় ব্যাটাররা প্রতিপক্ষ বোলারদের জন্য দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে তাদের বোলাররাও প্রতিপক্ষ ব্যাটারদের জন্য দুঃশ্চিন্তার কারণ।
ব্যাটার ও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ভারতকে এ পর্যন্ত কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কা দুর্দান্ত খেলেছিল। তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে তারা সুপার ফোরে নাম লেখায়। অন্যদিকে ভারত শতভাগ জয় নিয়ে সুপার ফোরে উঠেছিল। শ্রীলঙ্কা সুপার ফোরে দুই ম্যাচের একটাতেও জয় পায়নি, বিপরীতে সুপার ফোরে তো বটেই পুরো টুর্নামেন্টে এখনো অপরাজিত ভারত। ফলে অনেকটা একপেশে লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি।
