তিন দলের সিরিজে শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার আগেই ফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশী সিরিজে পাকিস্তান ও আফগানিস্তান ফাইনালে খেলবে। গ্রুপ পর্বে উভয় দল একটি করে ম্যাচ হাতে রেখে ফাইনাল খেলা নিশ্চিত করেছে। ফলে অন্য ম্যাচগুলো এখন এখন নিয়ম রক্ষার ম্যাচে রূপ নিয়েছে। সেই নিয়ম রক্ষার ম্যাচে আজ মাঠে নামছে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। আজ রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।
তিন ম্যাচ শেষে পাকিস্তান ও আফগানিস্তান উভয় দলের পয়েন্ট ৪। উভয় দল দুটো করে ম্যাচ জিতেছে। অন্যদিকে আরব আমিরাত দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট পায়নি। তাদের এখনো দুটো ম্যাচ বাকি। সে বিচারে কাগজে কলমে আরব আমিরাতেরও সুযোগ রয়েছে। কিন্তু প্রথম দুই ম্যাচে হারা দলটির জন্য পরপর দুই ম্যাচে পাকিস্তান ও আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার এক অসম্ভব ব্যাপার।
পাকিস্তানের জন্য এটি গুরুত্বপূর্ণ এক ম্যাচ। ফাইনালের আগে শেষ ম্যাচ তাদের। সর্বশেষ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। সে ম্যাচে আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে জবাবই দিতে পারেনি। অসহায় আত্মসমর্পন করে হারতে হয়েছিল। ফলে ফাইনালের আগে নিজেদের প্রস্তুত করার শেষ সুযোগ আজ তাদের।
অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় থাকা আমিরাত যে সহজে প্রতিপক্ষকে ছেড়ে দেবে তা নয়। অন্তত প্রথম ম্যাচে সে প্রমাণ তারা রেখেছে। পাকিস্তানের করা ২০৭ রানের জবাবে ১৭৬ রান পর্যন্ত পৌঁছেছিল তারা।অ
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















