নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত নই: হাথুরুসিংহে

আর দুদিন পরেই শুরু হচ্ছে বহুল আলোচিত কানপুর টেস্ট। তবে মাঠের খেলাকে ছাপিয়ে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন হিন্দু মহাসভা। সিরিজ শুরুর আগে থেকেই সংগঠনটি সিরিজ বাতিল চেয়ে নানা হুমকি দিয়ে আসছিলো। অবশ্য তাঁদের সেই চাওয়ায় কান দেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আজকের পর আগামীকালও অনুশীলন করবে বাংলাদেশ। অনুশীলন শেষে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

হাথুরুসিংহে বলেন, ‘নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত নই। ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যাপারটি দেখভাল করছে। আস্থা রাখছি, তারা ভালোভাবেই এটি সামলাবে। আমাদের নজর ম্যাচের দিকে।’

Exit mobile version