নির্বাচকের দায়িত্বে আলিম দার

বিশ্ববিখ্যাত পাকিস্তানি আম্পায়ার আলিম দার সম্প্রতি আম্পায়ারিং থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার কথা থাকলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকের দায়িত্ব গ্রহণ করে নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন তিনি। আজ শুক্রবার (১১ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, আনুষ্ঠানিকভাবে আলিম দারকে পিসিবি নতুন নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে।

তবে আলিম দার একা নন, তার সঙ্গে সাবেক ক্রিকেটার আকিব জাভেদ এবং সাবেক অধিনায়ক আজহার আলিও নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন। এই প্যানেলটি পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্প্রতি পাকিস্তানের নির্বাচক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তার বিদায়ের পর পিসিবি নতুনভাবে নির্বাচক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। কমিটিতে পূর্বে থেকে থাকা সাবেক ব্যাটার আসাদ শফিকও থাকছেন নতুন প্যানেলে।

নতুন নির্বাচক কমিটি অধিনায়ক, হেড কোচ এবং ভোটের অধিকারবিহীন পাঁচজন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। ডাটা অ্যানালিস্ট হিসেবে থাকবেন হাসান চিমা। এছাড়া, আকিব জাভেদও বিশেষ দায়িত্বে থাকবেন। এই কমিটির জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে পাকিস্তান দলের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের পর দলকে সাফল্যের পথে নিয়ে আসা।

বিশেষ করে, বাংলাদেশে হোয়াইটওয়াশ এবং ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টে হার দলকে চাপের মুখে ফেলেছে। নতুন কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ, যা আগামী সপ্তাহে ঘোষিত হবে।

Exit mobile version