জাতীয় দলের দরজায় বারবার কড়া নাড়লেও মিলছে না সুযোগ। অথচ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করছেন মুকেশ কুমার। তবুও ভারতীয় দলে নিয়মিত না থাকা এই পেসার এবার ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে মুকেশ লেখেন, “কর্মফল সময়মতো পেতেই হবে। সেটা সবার মাথায় রাখা উচিত। পাপ কিন্তু কাউকে ছাড়ে না।” এই পোস্টের পর থেকেই আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট মহলে। যদিও কার উদ্দেশ্যে এই বার্তা, তা পরিষ্কার করেননি মুকেশ।
নেটিজেনদের মতে, মুকেশ এই বার্তায় হয়তো জাতীয় দলের নির্বাচক কিংবা সদ্য দায়িত্বপ্রাপ্ত কোচ গৌতম গম্ভীরকে ইঙ্গিত করেছেন। কারণ গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই দলে দেখা যাচ্ছে হর্ষিত রানা ও আকাশদীপের মতো অনভিজ্ঞ পেসারদের, অথচ বাদ পড়েছেন নিয়মিত পারফর্মার মুকেশ।
উল্লেখ্য, রঞ্জি ট্রফির শেষ ১১ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন মুকেশ। সেখানে হর্ষিত রানার প্রথম শ্রেণির ম্যাচ মাত্র ১৩টি। এই অসম ব্যবধান নিয়েই ক্ষোভ জমেছে মুকেশের মনে— এমনটাই ধারণা করছেন অনেকেই।
তবে এটা শুধু জাতীয় দলের বঞ্চনা, নাকি ব্যক্তিগত কোনো ইঙ্গিত— সেটি নিয়ে এখনো স্পষ্ট নন ভক্তরা। তবে পোস্টের ভাষা এবং সময়চিত্র দেখে বোঝা যাচ্ছে, মুকেশ নিজের কষ্ট ও অভিমান প্রকাশ করতে চেয়েছেন।
বর্তমানে ভারতীয় ক্রিকেটে প্রতিযোগিতা তীব্র। এমন পরিস্থিতিতে ধারাবাহিক পারফর্মারদের উপেক্ষা অনেক সময় আবেগঘন প্রতিক্রিয়া ডেকে আনে— যার এক প্রতিফলন হতে পারে মুকেশ কুমারের এই পোস্ট।