আজ বিকেল ৪ টায় শুরু হবে বিপিএলের নিলাম !

আজ বিকেল ৪ টায় শুরু হবে বিপিএলের নিলাম

দীর্ঘ বিরতির পর আবারও ক্রিকেটারদের নিলামে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ২০১২ ও ২০১৩ সালে দুই আসরে নিলাম হয়েছিল বিপিএলে; এরপর প্রায় ১২ বছর ধরে চলেছে প্লেয়ার্স ড্রাফট। সেই পুরোনো উত্তাপ ফেরাতে এবার আবার নিলাম পদ্ধতিতে ফিরেছে বিসিবি, আর এটিই সমর্থকদের মধ্যে বাড়িয়েছে নতুন উন্মাদনা।আজ রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের বহুল প্রতীক্ষিত নিলাম ।

শুরুতে বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সময় বদলে নিশ্চিত করা হয়েছে বিকেল ৪টা।

এবারের নিলামে দেশি-বিদেশি মিলিয়ে নাম আছে চারশরও বেশি ক্রিকেটারের।

১৫৮ জন দেশিকে রাখা হয়েছে ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে। বিদেশি ক্রিকেটারদের জন্য রয়েছে পাঁচটি আলাদা ক্যাটাগরি, যেখানে অন্তর্ভুক্ত ২৬৭ জন খেলোয়াড়।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলাম থেকে ন্যূনতম ১২ এবং সর্বোচ্চ ১৪ জন দেশি ক্রিকেটার দলে নিতে পারবে। বিদেশিদের ক্ষেত্রে কোনো সংখ্যা-সীমা নেই । বাজেট যতোটা অনুমতি দেবে, দলগুলো ততোজন ক্রিকেটার অন্তর্ভুক্ত করতে পারবে। তবে ম্যাচে মাঠে নামানো যাবে সর্বোচ্চ ৪ জন ও ন্যূনতম ২ জন বিদেশি।

নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে সরাসরি দলে নেয়ার সুযোগ পেয়েছিল। চট্টগ্রাম রয়্যালস কেবল একজন বিদেশি নিয়েছে, আর বাকি দলগুলো দুজন করে দেশি-বিদেশি মিলিয়ে সর্বোচ্চ চারজন করে ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে।

এবারের আসরে খেলতে যাচ্ছে মোট ছয়টি দল। পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রয়ে গেছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। নতুনভাবে যোগ হয়েছে সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস।

Exit mobile version