নিষিদ্ধ ডোপিংয়ের দায়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। ৩১ বছর বয়সী এই খেলোয়াড় কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
সবশেষ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএলে) সময় পরিচালিত ডোপিং পরীক্ষায় উতরাতে পারেননি তিনি। এসএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিকভেলার নিষেধাজ্ঞার খবর জানিয়ে বলা হয়, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা এবং ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সির নীতিমালা অনুসারে, যা ক্রিকেটকে নিষিদ্ধ বস্তুমুক্ত নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।’
গত এলপিএলে গল মারভেলসের অধিনায়ক ছিলেন ডিকভেলা। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ডিকভেলা সর্বশেষ গত বছর মার্চে ম্যাচ খেলেছেন। শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৫৪ টেস্ট, ৫৫ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টিতে খেলেছেন।