নেদারল্যান্ডসকে ৩২৩ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৩২৩ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করে উইল ইয়াং, রাচিন রবিন্দ্র ও টম লাথামের হাফ সেঞ্চুরি এবং মিচেল স্যান্টনারের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ৩২২ রান করে নিউজিল্যান্ড।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ৯ উইকেটের বিশাল জয় পায় তারা। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৮২ রান করে। জবাবে ৩৬ ওভার ২ বলে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। অন্যদিকে নেদারল্যান্ডস তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে ৮১ রানে।

ইনফর্ম নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। নিউজিল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটার কম বেশি রান পেয়েছেন। শুরুটা ভালোই করে কিউইরা। উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করেন ডেভন কনওয়ে ও উইল ইয়াং। ৩২ রান করে আউট হয়েছেন কনওয়ে। তবে আরেক ওপেনিং ব্যাটার উইল ইয়াং হাফ সেঞ্চুরি করে ৭০ রানে আউট হয়েছেন। অর্ধশতকের দেখা পেয়েছেন রাচিন রবিন্দ্রও। তিনি ৫১ রানে বিদায় নিলেও রানের চাকা সচল ছিল নিউজিল্যান্ডের। তবে ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পরে নিউজিল্যান্ড।

দলীয় ২৩৮ রানে ড্যারিল মিচেল, ২৪৭ রানে গ্লেন ফিলিপস ও ২৫৪ রানে মার্ক চাপম্যান আউট হয়েছেন। এরপর সপ্তম উইকেট জুটিতে ২৭ বলে ৩৯ রান যোগ করেন অধিনায়ক টম লাথাম ও মিচেল স্যান্টনার। এই জুটি নিউজিল্যান্ডের স্কোরকে তিনশো’র উপরে নিয়ে যেতে সহায়তা করেছে। ৪৬ বলে ৫৩ রান করেন টম লাথাম। আর মিচেল সান্তনার ১৭ বলে ৩৬ রান করেন।

Exit mobile version