এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নেদারল্যান্ডসের সঙ্গে। সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেটে ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর। টাইগাররা ইতোমধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছে, সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছে। তবে সেই সিরিজে থাকছেন না মিরাজ!
তবে বুধবার (২০ আগস্ট) সিলেটে যাওয়ার আগে এক সংবাদ অনুযায়ী জানা গেছে, মেহেদী হাসান মিরাজ এই দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন না। দ্বিতীয়বারের জন্য বাবা হতে যাচ্ছেন মিরাজ, তাই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য তিনি ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন। এ সময়ের মধ্যে তার অনুপস্থিতি সিলেটে দলের প্রস্তুতিতে দেখা যাবে না।
বিসিবি আশা করছে, মিরাজের ছুটি শেষ হওয়ার আগে তিনি এশিয়া কাপের জন্য জাতীয় দলের দলে ফিরতে পারবেন। নেদারল্যান্ডস সিরিজের জন্য এখনো দল ঘোষণা হয়নি। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপের প্রাথমিক ২৫ সদস্যের দলে থাকা ক্রিকেটারদের মধ্য থেকেই সিলেট সিরিজের দল ঘোষণা করা হবে।
নেদারল্যান্ডস দল বাংলাদেশে ২৬ আগস্ট পৌঁছাবে এবং সিলেটে সিরিজ শুরু হবে ৩০ আগষ্ট। টাইগাররা এই সিরিজকে ধরে নিজেদের প্রস্তুতিকে আরও জোরদার করবে।
