অনিশ্চয়তার খেলা ক্রিকেট। মাঠের খেলায় যে কোন দিন যে কোনো দল যে কারও কাছে হারতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেট তো আরও অনিশ্চয়তার ভরা। তবে ওয়েস্ট ইন্ডিজ-নেপাল টি-টোয়েন্টি সিরিজ সব অনিশ্চয়তাকে ছাপিয়ে গেছে। ক্রিকেটের পুঁচকে দেশ নেপাল হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। টানা দুই ম্যাচ জিতে এশিয়ার দলটি সিরিজ জয়ও নিশ্চিত করেছে।
শারজায় অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখায় নেপাল। আইসিসি’র কোনো পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে এটা ছিল টি-টোয়েন্টিতে নেপালের প্রথম জয়। নেপালের জন্য আরও চমক অপেক্ষা করছিল। সেই চমকে ঝলসে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
প্রথমে ব্যাট হাতে নেমে নেপাল ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৭.১ ওভারে ৮৩ রানে অল আউট হয়। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে নেপাল এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের দেখা পেল। স্বাভাবিকভাবেই আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে এটাই নেপালের প্রথম সিরিজ জয়।
ব্যাট হাতে নেমে চার ছক্কার বন্যা বইয়ে দিয়েছিল নেপাল। ওপেনার আসিফ শেখ ৪৭ বলে অপরাজিত ৬৮ রান করেন। আট বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। তবে সুন্দিপ ছক্কার বন্যা বইয়ে দিয়েছিলেন। ৩৯ বলে তার করা ৬৩ রানে ছিল পাঁচটি ছক্কা।
বল হতে ক্যারিবীয়দের ধ্বংসস্তুপে পরিণত করেন মোহাম্মদ আদিল আলম। তিনি ২৪ রানে ৪ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন জেসন হোল্ডার। ২১ রান ছিল তার সংগ্রহে।
