ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে চতুর্থ ম্যাচ শেষে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। ইংল্যান্ডের সামনে এখন আর সিরিজ হারের শঙ্কা নেই। অন্যদিকে ভারতের সিরিজ জয়ের সম্ভাবনা নেই। ভারতের সামনে সুযোগ রয়েছে সিরিজ ড্র করার। আর সে জন্য চাই পঞ্চম ও শেষ টেস্টে জয়। এমন এক ম্যাচে ভারত দলে পাচ্ছে না পেসার জসপ্রিত বুমরাহকে। ভারতের মেডিকেল টিম তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং বুমরাহ’র পিঠের চোট নিয়ে ঝুঁকি না নেওয়ার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুমরাহকে না খেলানোর সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। সিরিজ শুরুর আগেই এমন সিদ্ধান্ত ছিল। পাঁচ টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে বাইরে ছিলেন তিনি। তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলেছেন। পঞ্চম টেস্টে খেলবেন না। তবে এ টেস্টে খেলার সম্ভাবনা বেশি ছিল। কেননা সিরিজ শুরুর আগে তাকে তিন টেস্টে খেলানোর কথা বিবেচনা করা হয়েছিল।
সর্বশেষ অর্থাৎ চতুর্থ টেস্টে নিষ্প্রভ ছিলেন বুমরাহ। এক ইনিংসে বোলিংয়ের সুযোগ পেয়ে ৩৩ ওভারে দিয়েছেন ১১৫ রান। বুমরাহ’র টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে একশ’র বেশি রান দেওয়ার ঘটনা এবারই প্রথম। সে সঙ্গে বলের গতিও কমেছে।
বুমরাহ’র জায়গায় দলে আসবেন পেসার আকাশ দ্বীপকে। ইনজুরির কারণে চতুর্থ টেস্টে খেলেননি তিনি।
