পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ওভারে ছয় ছক্কা হাঁকালেন অভিজিৎ

ছয় বলে ছয় ছক্কা। এই বিরল কৃতিত্ব ক্রিকেট বিশ্বে খুব কম ক্রিকেটারের ঝুলিতেই আছে। এমন কীর্তির কথা মনে পড়লেই সামনে আসে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার এক ওভারে ছয় ছক্কা হাঁকানো ভারতীয় ব্যাটার যুবরাজ সিংয়ের কথা।

তবে যুবরাজই একমাত্র ভারতীয় নয়। তিনি ছাড়াও এমন কীর্তি গড়েছেন রবি শাস্ত্রী, ঋতুরাজ গায়কোয়াড় ও ভামশি কৃষ্ণা। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরো এক ভারতীয়।

পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়লেন অভিজিৎ প্রবীণ। তিরুঅনন্তপুরমে অনূর্ধ্ব-২২ ক্রিকেট টুর্নামেন্টে এমন কীর্তি গড়েছেন তিনি। এদিন ম্যাচের ২১তম ওভারে লেগ স্পিনার জো ফ্রান্সিসের বলে এমন রেকর্ড করলেন অভিজিৎ।

সেই ওভারের প্রথম দুই বল লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকান অভিজিৎ। তৃতীয় বলটি ডিপ মিড উইকেট দিয়ে সীমানার বাইরে নিয়ে যান। চতুর্থ বলটি তিনি মারেন মিড উইকেট এলাকায়। ওভারের শেষ দুটি ছক্কা অভিজিৎ হাঁকিয়েছেন লং অন বাউন্ডারির দিকে। ওভারের সবচেয়ে লম্বা ছক্কাটি ছিলো ১০৫ মিটার।

অভিজিৎ-এর ইনিংস থামে ১০৬ রানে। তাঁর শতক পেরানো ইনিংসে ছিলো ১০টি ছক্কা ও ২টি চার।

Exit mobile version