পন্টিংয়ের মন্তব্যে কড়া জবাব বিসিবির

এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে আছে ভারত-পাকিস্তান- নিউজিলান্ড। শক্তিশালী এই গ্রুপ থেকে সেমির টিকিট পেতে হলে দুই ম্যাচ জিততে হবে টাইগারদের। আর বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দুই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়া কঠিন!

রিকি পন্টিং বলেন,‘আসরে সেমিফাইনালে উঠতে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা নেই। অস্ট্রেলিয়ার সাবেক এই তারকার ধারণার সঙ্গে একমত নন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন,‘গত চার-পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে। যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না।’

এছাড়া তিনি বলেন,‘কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না। কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধহয় এবার আমরা দেখতে পারব। অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিবে।’

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আর আসরের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে টাইগাররা।

Exit mobile version