পরিবার হেনস্থার শিকার হওয়ায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন আমির

‘অগ্রহণযোগ্য’ আচরণের শিকার হওয়ার কথা উল্লেখ করে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের শরণাপন্ন হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির। তাঁর অভিযোগ পিএসএল ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্সের ডেপুটি কমিশনারের বিরুদ্ধে।

পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল)-এর ম্যাচ চলাকালীন সময়ে মাঠে হেনস্থার শিকার হয়েছে পরিবারের সদস্যরা। আমির এমন অভিযোগ সামনে এনেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোষ্টের মাধ্যমে।

নিজের টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডলে আমির লিখেছেন, ‘মুলতানের ডেপুটি কমিশনারের অগ্রহণযোগ্য আচরণে আমরা বিস্মিত, যিনি আমার পরিবারের সঙ্গে বাজে আচরণ করেছেন। অহংকারী মনোভাব নিয়ে তিনি মাঠের মালিকানা নিজের দাবি করে সম্পূর্ণ অন্যায্যভাবে ম্যাচ চলাকালে মাঠ থেকে বের করে দিয়েছেন পরিবারের সদস্যদের।’

পরবর্তীতে সেই টুইটে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে মেনশন দিয়ে তিনি লিখেন, ‘ক্ষমতার এই অপব্যবহার কোনোভাবেই মানা যায় না! কর্তৃপক্ষকে তাৎক্ষণিক এই সমস্যার পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।’

২০২০ সালের ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সাথে মতের মিল না হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। অবশ্য এরপর থেকেই বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলে আসছেন তিনি।

মোহাম্মদ হাফিজ যখন পাকিস্তানের টিম ডিরেক্টর ছিলেন তখন আমিরের সাথে যোগাযোগ করেছিলেন যেনো তিনি জাতীয় দলে ফিরে আসেন। তবে তাঁর প্রস্তাব ফিরিয়ে আপাতত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই মনোযোগ দিবেন বলে জানান ৩১ বছর বয়সী এই পেসার।

Exit mobile version