বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটায় লড়াই করেও অল্পের জন্য জিতে নিতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। আজ দ্বিতীয় ম্যাচে আবারো মুখোমুখি হচ্ছে তাঁরা।
লঙ্কানদের লক্ষ্য এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয়া। অন্যদিকে আজ হারলেই সিরিজ খোয়াবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশের পরিসংখ্যানটা অবশ্য মোটেও সুখের নয়।
এই দুই দলের মধ্যকার দ্বৈরথ সাম্প্রতিক সময়ে ছাড়িয়েছে বাড়তি ঝাঁঝ। তবে পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যাবে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। এই পর্যন্ত লঙ্কানদের সাথে ১৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মাঝে ১০টিতেই হেরেছে টাইগাররা। জয় মাত্র ৪ ম্যাচে। এর আগের সর্বশেষ জয়টাও ২০১৮ সালে, আলোচিত নিদাহাস ট্রফিতে।
এরপর গত পাঁচ বছরে শ্রীলঙ্কার সাথে আরো তিনবার দেখা হয়েছে বাংলাদেশের। তবে এখনো সেই কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি লাল-সবুজ জার্সিধারীরা। তাই ঘরের মাঠে আজ বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে শান্ত বাহিনীর।
তবে শুধু এই পরিসংখ্যানই নয়, আরো এক জায়গায় আজ পিছিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে হারের পর এর আগে মাত্র একবার ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ, যা বিরলই বটে।
সেই ঘটনাও ঘটেছিলো ২০১৮ সালের আগস্টে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগে অথবা পরে আর কখনোই প্রথম ম্যাচ হেরেও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি টাইগাররা। সেই সংখ্যাটা আজ দ্বিগুণ করতেই মুখিয়ে থাকবে টানা চার দ্বিপাক্ষিক সিরিজে অপরাজেয় বাংলাদেশ।