টেস্ট ক্রিকেটে এমন ইনিংস খুব কমই দেখা যায়। একদিকে একের পর এক শূন্য রানে ফেরত যাওয়া ব্যাটার, অন্যদিকে দুটি ম্যারাথন ইনিংস—সব মিলিয়ে এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস যেন রীতিমতো নাটকীয় কাব্য!
ভারতের ৫৮৭ রানের জবাবে ইংলিশরা পড়ে গিয়েছিল চরম বিপাকে। মাত্র ২৫ রানে তিন উইকেট হারিয়ে দলের অবস্থা ছিল দুঃস্বপ্নের মতো। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। ষষ্ঠ উইকেটে এ দুই ব্যাটারের ৩০৩ রানের জুটি ইংল্যান্ডকে এনে দেয় সম্মানজনক ৪০৭ রান।
বিশেষ করে উইকেটকিপার জেমি স্মিথ ছিলেন অবিশ্বাস্য। মাত্র ৮০ বলে টেস্ট শতক ছুঁয়ে ১৮৪ রানে অপরাজিত ছিলেন তিনি। টেস্ট ইতিহাসে ষষ্ঠ ইংলিশ উইকেটরক্ষক হিসেবে ১৫০ ছাড়ানো ইনিংস খেলে নাম লেখালেন স্মিথ। হ্যারি ব্রুকও পিছিয়ে ছিলেন না, ১৩৭ বলে শতক করে শেষ পর্যন্ত ১৫৮ রানে থামেন তিনি। এটা তার ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি।
এই ৪০৭ রান ইংল্যান্ডের জন্য শুধু টিকে থাকার নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক নিদর্শন। মজার ব্যাপার, এই একই মাঠে ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ইংল্যান্ড করেছিল ঠিক ৪০৭ রান!
ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ছিলেন দুর্দান্ত। পরপর দুই বলে রুট ও স্টোকসকে ফিরিয়ে দিয়ে ৬ উইকেট দখল করেন তিনি।
তৃতীয় দিনের খেলা শেষে ভারতের দ্বিতীয় ইনিংসে স্কোর ৬৪/১।