তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ বাংলাদেশের বোলিং ইনিংস শুরু করেছেন শরিফুল ইসলাম। নিজের প্রথম ডেলিভারিতে আভিস্কা ফার্নান্ডোর কাছে চার খেলেও তার পরের বলেই এই লঙ্কান ওপেনারের উইকেট তুলে নেন শরিফুল।
ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে কামিন্দু মেন্ডিসের উইকেট তুলে নেন দেশের আরেক তারকা পেসার তাসকিন আহমেদ। তাঁর আগের ওভারেই প্রথমবারের মতো এসে ১১ রান দিয়েছিলেন স্পিনার মেহেদী হাসান। ভয়ংকর হতে থাকা জুটিটি ভেঙেছেন তাসকিন। কামিন্দু থেমেছেন ১৪ বলে ১৯ রান করে। দলীয় ৩৭ রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা।
ওপেনার কুশাল মেন্ডিস ২ বলে ৪* ও সাদিরা সামারাবিক্রমা ৭ বলে ৭* রান করে অপরাজিত আছেন।