রোমাঞ্চ আর উত্তেজনার মধ্য দিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল সেরা দুই দল। আসরে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে যুব টাইগাররা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। রোববার দুবাইয়ে এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।।
এদিন বাঁচা মরার লড়াইয়ে শক্তিশালী পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশের বোলাররা। দুবাইয়ে হাইভোল্টেজ সেমিফাইনালে ব্যাট-বলে দুর্দান্ত দাপট দেখিয়েছে বাংলাদেশের যুবারা।
অবশ্য এবার গ্রুপ পর্বে দাপট দেখিয়ে সেমির টিকিট কেটেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিতেও সেই দাপট অব্যাহত রেখেছেনে বোলাররা। ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১১৬ রানে আটকে দিয়েছে জুনিয়র টাইগাররা ।
দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রানের বেশি করতে পারেনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন ফারহান ইউসুফ। বাংলাদেশের হয়ে ২৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ইমন।
পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পেসে ভুগেছে। নতুন বলে দুর্দান্ত বোলিং করেছে ইমন-মারুফ জুটি। এই দুই পেসারের তোপে ৭ রানেই ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর মোহাম্মদ রিয়াজুল্লাহ ও সাইদ বেগের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা।
কিন্তু ১৮ রান করে সাইদ বেগ ফিরলে ভাঙে সেই জুটি। এরপর ২৮ রানে ফিরেছেন রিয়াজুল্লাহও। এই দুজনের বিদায়ের পর ধ্বস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। একমাত্র ফারহান ইউসুফ ছাড়া আর কেউই দাঁড়াতেই পারেননি।
ফারহানের ৩২ রানে ভর করে কোনোরকমে একশ রানের মাইলফলক স্পর্শ করে তারা। বাংলাদেশের হয়ে ৭ ওভারে এক মেইডেনসহ ২৪ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার ইমন। তাছাড়া ২৩ রানে ২ উইকেট পেয়েছেন মারুফ মৃধা।
এরপর এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে ১১৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার কালামকে হারায় বাংলাদেশ। এই ওপেনার কালাম সিদ্দিকী শূন্য রানে বিদায় নেন। এরপর আর এক ওপেনার জাওয়াদ আবরারের সঙ্গে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
আবরারকে সঙ্গে জুটি গড়েন তামিম। কিন্তু আবরার দলীয় ২৮ রানের মাথায় ব্যক্তিগত ১৭ রান করে বিদায় নেন। এরপর মোহাম্মদ শিহাব জেমসকে নিয়ে দলকে জয়ে পথে এগিয়ে নেন তামিম। তবে দলীয় ৮৫ রানের মাধায় ব্যক্তিগত ২৬ রান করে বিদায় নেন শিহাব।
তবে অধিনায়ক তামিমকে থাকাতে পারেনি পাকিস্তানের বোলাররা। ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন তরুণ এই অধিনায়ক।
অসাধারণ ব্যাটিং করে ৪২ বলে সাত বাউন্ডারি ও তিন ছক্কায় ৬১ রান করে অপরাজিত থেকে দলকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন তামিম। এছাড়া রিজান হোসেন ৫ রান করে অপরাজিত থাকেন। মাত্র ২২.১ ওভারে ৩ উইকেটে ১২০ রান তোলে বাংলাদেশ।
এশিয়া কাপের আর এক সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলকে উড়িয়ে ফাইনালে উঠেছে ভারত। জমজমাট সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায় তারা। শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলঃ ৪৬.২ ওভারে ১৭৩ রান তোলে ১০ উইকেটে। জবাবে ভারত অনূর্ধ্ব ১৯ দল মাত্র ২১.৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান তোলে।