আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। বুধবার পাকিস্তানের করাচিতে স্বাগতিকদের ৬০ রানে হারায় কিউইরা। নিউজিল্যান্ডের দেওয়া ৩২১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৭.২ ওভারে ২৬০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের দেওয়া ৩২১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানে দুই উইকেট চারিয়ে চাপে পড়ে স্বাগতিক পাকিস্তান। ওপেনার সৌদ শাকিল ব্যক্তিগত ৬ রান করে ইনিংসের চতুর্থ ওভারে উইল ও’রকের বলে ম্যাট হেনরির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
অধিনায়ক মোহাম্মদ রিজওয়াদ মাত্র ৩ রান করে ইল ও’রকের বলে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর তৃতীয় উইকেট জুটিতে বাবরের সঙ্গে জুটি গড়েন ফখর জামান। কিন্তু পাকিস্তানের এই ব্যাটার ভালো শুরুর পর ব্যক্তিগত ২৪ রান করে দলীয় ৬৯ রানের মাথায় মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড। দলীয় শত রানের আগেই তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।
দলের বিপদে সালমান আগাকে নিয়ে টেস্টের ব্যাটিং শুরু করেন বাবর। এর মাঝেই হাফসেঞ্চুরি পূর্ণ করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ৫৯ বলে তারা ৫৮ রানের জুটি গড়েন। বাবর ৮১ বলে ফিফটি করেও নিজের ইনিংস বড় করতে পারেনি। অবশ্য তার আগেই সালমান আগা ২৮ বলে ছয় বাউন্ডারি ও এক ছক্কায় ৪২ রান করে দলীয় ১২৭ রানে বিদায় নেন।
নাথান স্পির্থের বলে ক্যাচ দেন তিনি। আর বাবর আজম ফেরেন ব্যক্তিগত ৬৪ রান করে। ৯০ বলে ছয় বাউন্ডারি ও এক ছক্কায় এ রান করে মিচেল স্যান্টনার উইলিয়ামসনের তালুবন্দি হন। ফলে ৩১.৩ ওভারে দলীয় ১৫৩ রানে ৬ উইকেট হারায় তারা। সেই মূহুর্তে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে আশার আলো দেখান খুশদিল শাহ। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেনি অন্যরা।
দিলশাহ ৪৯ বলে ১০ বাউন্ডারি ও এক ছক্কায় ৬৯ রান করে উইল ও’রকে ক্যাচ দিয়ে যখন বিদায় নেন পাকিস্তানের দলীয় রান তখন ৪৩,৪ ওভারে ৮ উইকেটে ২২৯ রান। শেষ দিকে নাসিম শাহ ১৩ ও হারিস রউফ ১৯ রান করে বিদায় নেন।
নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার ১০ ওভারে ৬৬ রানে তিনটি ও উইল ও’রকে ৯ ওভারে ৪৭ রানে তিনটি উইকেট শিকার করেন। এছাড়া ম্যাট হেনরি নেন দুটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক পেসারদের নাকানিচুবানি খাইয়ে জোড়া সেঞ্চুরি তুলে নেয় দুই কিউই ব্যাটার উইল ইয়াং ও টম ল্যাথাম। তাদের সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে কিউইরা ৫ উইকেটে ৩২০ রান তোলে।