পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের রান বিটউন দ্য উইকেট।

পারলো না পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়া জয় পেলেও ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে তারা হারাতে পারলো না। করাচিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তাদেরকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয় করে নিয়েছে নিউজিল্যান্ড। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। পাকিস্তানের ২৪২ রানের জবাবে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।

পাকিস্তান ৪৯.৩ ওভারে অল আউট হয়। আগের ম্যাচে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা অসাধারণ ব্যাটিং করেছিলেন। এদিনও তারা দলের সর্বোচ্চ সংগ্রাহক, তবে আগের দিনের তুলনায় অনেক বেশি দুর্বল ইনিংস খেলেছেন তারা। রিজওয়ান ৪৬ রান করেছেন। আর সালমান আগার রান ৪৫। তবে এই রান তুলতে তাদেরকে অনেক বেশি বল নষ্ট করতে হয়েছে। রিজওয়ান ৭৬ বল খেলেছেন। আর সালমান আগা খেলেছেন ৬৫ বল। আর কোনো ব্যাটার নিউজিল্যান্ডের বোলারদের জন্য উদ্বেগের কারণ হতে পারেননি। বাবর আজম ৩৪ বলে ২৯ রান করেন।

উইল ও’রৌরকে ৪৩ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া মাইকেল ব্রেসওয়েল ও মিচেল সান্তনার দুটি করে উইকেট নেন।

নিউজিল্যান্ডকে পাকিস্তানের বোলাররা কখনো দুঃশ্চিন্তায় ফেলতে পারেনি। শুরুতে উইল ইয়ং আউট হলেও পরের ব্যাটাররা দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ডেভন কনওয়ে ৪৮, কেন উইলিয়ামসন ৩৪, ড্যারিল মিচেল ৫৭, টম লাথাম ৫৬ রান করে দলের জয়ের পথটা মসৃণ করে দেন। সেই পথে হেঁটে গ্লেন ফিলিপস ও ব্রেসওয়ের দলকে জয় এনে দেন।

নিউজিল্যান্ডের জয়ে পাকিস্তান বোলারদের অবদান কম নয়। অতিরিক্ত ২১ রান দিয়েছে তারা। এর মধ্যে ১৬টি ছিল ওয়াইড বল।

Exit mobile version