আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানকে বড় টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজ ও প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই জ্বলে ওঠেন ওপেনার উইল ইয়াং।
দুর্দান্ত ব্যাটিংয়ে আসরের প্রথম সেঞ্চুরি উপহার দিলেন নিউজিল্যান্ডের এই ওপেনার। ফলে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২০ রান তোলে কিউইরা।
একই দিনে সেঞ্চুরি পেয়েছেন টম ল্যাথাম। বুধবার করাচিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে জুটি গড়েন উইল ইয়াং ও ডেভন কনওয়ে। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৩৯ রানের মাথায় আবরার আহমেদের বলে ব্যক্তিগত ১০ রান করে সরাসরি বোল্ড ডেভন।
এরপর দলীয় ৭৩ রানে আরও দুই উইকেট হারায় তারা। কেন উইলিয়ামসন ১ রান করে নাসিম শাহর বলে উইকেটের পেছনে রিজওয়ানের হাতে ক্যাচ তুলে নেন দলীয় ৪০ রানে। এরপর ড্যারিল মিচেল ব্যক্তিগত ১০ রান করে হারিফ রউফের বলে শাহিন শাহ আফ্রিদির তালুবন্দি হন।
তিন উইকেট হারিয়ে অভিজ্ঞ টম ল্যাথামকে নিয়ে শক্ত জুটি গড়েন উইল ইয়াং। এরপর ১০৭ বলে সেঞ্চুরি তলে নেন উইল ইয়াং। সেঞ্চুরির পর দলীয় ১৯১ রানের মাথায় ব্যক্তিগত ১০৭ রানে নাসিমের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। ১১৩ বলে ১২টি বাউন্ডারি ও এক ছক্কায় এ রান করেন তিনি।
এরপর ল্যাথামের সঙ্গে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন গ্লেন ফিলিপস। এর মাঝেই সেঞ্চুরি পূর্ণ করেন ল্যাথাম। তবে গ্লেন ফিলিপস ৩৯ বলে তিন বাউন্ডারি ও চার ছক্কায় ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন দলীয় ৩১৬ রানের মাথায়। তবে টম ল্যাথাম ১০৪ বলে ১০ বাউন্ডারি ও তিন ছক্কায় অপরাজিত ১৮ রান করেন।
বল হাতে নাসিম শাহ ১০ ওভারে ৬৩ রানে নেন দুটি উইকেট। এছাড়া হারিস রউফ ১০ ওভারে ৮৩ রানে দুটি উইকেট নেন। আবরার ১০ ওভারে ৪৭ রান দিয়ে নেন একটি উইকেট। শাহিন শাহ ১০ ওভারে ৬৮ রানে উইকেট শুণ্য।