চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। ৯ উইকেটে পাকিস্তানের করা ১২৭ রান ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় ভারত। একদিকে ১২৮ রানের মামুলি টার্গেট। অন্যদিকে ভারতীয় ব্যাটারদের আগ্রাসি ব্যাটিং। সব মিলিয়ে প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি সালমান আঘার নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।
দ্বিতীয় ওভারেই আগ্রাসি শুভমান গিল ও চতুর্থ ওভারে অভিষেক শর্মার আউটের পরও থামেনি ভারতীয়দের ব্যাটিং তান্ডব। সাইম আইয়ুব প্রতিপক্ষের তিন উইকেট তুলে নিলেও পাকিস্তানের অন্য কোন বোলারই সুবিধা করতে পারেন নি। ফলে বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে।
১২৮ রানের টার্গেটে খেলতে নামা ভারত তাদের প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারের শেষ বলে। সাফল্য পান সাইম আইয়ুব। নিজের দ্বিতীয় ওভারেও উইকেট পান সাইম। এবার তিনি ফেরান ১২ বলে ৩১ রান তুলে নেয়া আরেক ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে।
দলীয় ২২ রানে প্রথম ও ৪১ রানে দ্বিতীয় উইকেট হারিয়েও ভারতীয় দলের ঝড়ো ব্যাটিংয়ে ছেদ পড়েনি। অধিনায়ক সূর্যকুমার যাদব অপরাজিত ৪৭ রানের পাশাপাশি দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।
