পাকিস্তানের কাছে ২য় টি-টোয়েন্টিতে ৫৭ রানে হার বাংলাদেশের

৯ বলে ৬ রান করে ফিরে যাচ্ছেন লিটন দাস।

আরব আমিরাতের বিপক্ষে ব্যর্থতার পর পাকিস্তান সফরেও হতাশ করল টাইগাররা। সফরে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ হারল লিটন দাসের দল। শুক্রবার রাতে লাহোরে পাকিস্তানের দেওয়া ২০২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে লজ্জার ব্যাটিংয়ে ৫৭ রানে বাংলাদেশের হার।

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে পেসার তানজিম হাসান সাকিব ৩১ বলে এক চার ও ৫ ছক্কায় ৫০ রান করেন। এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৩ রান করে বিদায় নেন। তৃতীয় সর্বোচ্চ ২৩ রান করেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া বাকি সবাই ব্যর্থ।

বাকিদের মধ্যে পারভেজ হোসেন ইমন ৭ বলে ৮। লিটন ৯ বলে ৬ ও তাওহীদ হৃদয় ৫ বলে ৫ রান করে বিদায় নেন। এছাড়া জাকের আলী শূন্য, শামীম ৭ ও রিশাদ হোসেন ১ রান করে বিদায় নেন। শেষ দিকে হাসান মাহদু ৮ রান করে অপরাজিত থাকেন।

এদিন লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান তোলে স্বাগতিক পাকিস্তান। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ২০ ওভারে ২০১/৬
বাংলাদেশ ১৯ ওভারে ১৪৪/১০
পাকিস্তান ৫৭ রানে জয়ী

Exit mobile version