পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে `এ’ ক্যাটাগরিতে কেউ নেই, বাদ ৮

আগেই ঘোষণা করা হয়েছিল বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের ক্রিকেটারদের বেতন কমানো হবে! অবশেষ তাই সত্যি হল। ২০২৫-২৬ মৌসুমের জন্য ৩০ জন ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  চুক্তি কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।

পারফরম্যান্স খারাপ হওয়ায় পাকিস্তানের ক্রিকেটাররা মোটা অঙ্কের রোজগার হারাতে যাচ্ছেন। চলতি বছর তিন টেস্ট খেলে মাত্র একটিতে জয় পেয়েছে পাকিস্তান। ২০২৫-২৬ মৌসুমের জন্য ৩০ জন ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবারের চুক্তি কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো-এবারের তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে কোনো খেলোয়াড় রাখা হয়নি।

এমনকী ‘হেভিওয়েট’ বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিরাও আছেন ‘বি’ ক্যাটাগরিতে।  গতবার ২৭ জনকে চুক্তিতে রাখা হলেও এবার সংখ্যাটি বেড়ে হয়েছে ৩০। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ১২ জন, যারা দেশটির ক্রিকেটে উদীয়মান প্রতিভা হিসেবে বিবেচিত।

১২ নতুন মুখ হলেন-আহমেদ ডানিয়েল, ফাহিম আশরফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা এবং সুফিয়ান মাকিম।

এ ছাড়া গত মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে পাঁচ ক্রিকেটার ‘সি’ ক্যাটাগরি থেকে জায়গা করে নিয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। তারা হলেন-আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা ও শাদাব খান। পাশাপাশি ৯ জন ক্রিকেটার আগের ক্যাটাগরিতেই অবস্থান ধরে রেখেছেন।

অন্যদিকে, চলতি বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ৮ জন। তারা হলেন-আমের জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ ইরফান খান ও উসমান খান।

পিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা: ‘বি’ ক্যাটাগরি (১০ জন), আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি।

Exit mobile version