পাকিস্তানের ক্রিকেটারদের বিপিএল নিয়ে দুঃসংবাদ দিল পিসিবি । বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে পূর্ণ সময় খেলতে পারবেন না পাকিস্তানের বেশিরভাগ তারকা ক্রিকেটার। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণেই তারা পুরো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানা গেছে। বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন একাধিক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাও।
তাদের দাবি, পাকিস্তানি ক্রিকেটারদের অনুপস্থিতি জেনে এখন বিকল্প খোঁজার প্রস্তুতি নিচ্ছে দলগুলো। বিপিএলের এক ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন,‘পাকিস্তানি ক্রিকেটাররা পুরো মৌসুমে থাকবেন না-এটা আমরা জানি। জানুয়ারির মাঝামাঝি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এরপর জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থাকায় তারা পুরো সময় দিতে পারবে না।’
বিপিএল অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। এই সময় পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে টি-২০ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে। পাকিস্তান জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ৯ ও ১১ জানুয়ারি। এই সিরিজের আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে প্রস্তুতি ক্যাম্পও।
এরপর জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাবর আজমরা। সবশেষে দলটি ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কা-ভারত যৌথ আয়োজিত টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে যুক্ত হবে।
বিপিএলের বিভিন্ন দলে ইতোমধ্যেই যারা সাইন করেছিলেন তাদের মধ্যে রয়েছেন-সাইম আয়ুব, মোহাম্মদ নবী (নওয়াজ), আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহসহ আরও কয়েকজন পাকিস্তানি তারকা।
এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন,‘এবার আমরা এনওসি দিচ্ছি না-এমনটা সত্য নয়। যারা আবেদন করেছেন, তাদের এনওসি প্রক্রিয়াধীন। জাতীয় দায়িত্ব থাকলে অবশ্যই এনওসি পাওয়া যাবে না-এটাই নিয়ম।’
অনেকের ধারণা, শ্রীলঙ্কা সিরিজের আগে যে ফাঁকা সময় রয়েছে, সেই অংশে হয়তো কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার বিপিএলে কয়েকটি ম্যাচ খেলতে পারেন। আবার বিশ্বকাপ পরিকল্পনার বাইরে থাকা বা স্কোয়াডে জায়গা নেই-এমন ক্রিকেটারদের বিপিএল খেলার সুযোগ থাকবে বলেও অনেকে মনে করছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











