বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুরুতেই পাকিস্তানের জার্সিতে এক রেকর্ডে নাম লিখিয়েছেন সৌদ শাকিল।
পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিন দারুণ বোলিং করে টাইগাররা। পেসার শরিফুল ও হাসান মাহমুদের বোলিং তোপে প্রথমে চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে এরপর দলকে টেনে তোলেন সাঈম আইয়ুব ও সৌদ শাকিল।
দ্বিতীয় দিন সকালেই পাকিস্তানের জার্সি গায়ে যৌথভাবে দ্রুততম এক হাজার রান পূর্ণ করেছেন এই ব্যাটসম্যান। মাত্র ২০ ইনিংস খেলে এই রেকর্ডে নাম লেখান তিনি। ১৯৫৯ সালে পাকিস্তানের হয়ে সমান ২০তম ইনিংসে এক হাজার রান পূর্ণ করেছিলেন সাঈদ আহমেদও।
অবশ্য টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়েছেন দুইজন। ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ ও ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস মাত্র ১২ ইনিংসেই এক হাজার করেছিলেন। এছাড়া অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান টেস্টে এক হাজার রান করেছিলেন ১৩ ইনিংসে।
এদিকে দ্বিতীয় দিনের শুরু থেকেই দেখে শুনে খেলছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ২২৭ রান। সৌদ শাকিল ৭৬ ও মোহাম্মদ রিজওয়ান ৭৪ রান নিয়ে ক্রিজে আছেন।