এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তান গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বুধবার। তাদের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দুই দলেরই টিকে থাকার লড়াই। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
পাকিস্তান আগের দুই ম্যাচে একটিতে জয় পেয়েছে, একটিতে হেরেছে। ফলে এ ম্যাচটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। পরবর্তী রাউন্ডে যেতে হলে তাদের সামনে জয়ের বিকল্প নেই। পয়েন্ট টেবিলে উভয় দলের অর্জন সমান। তবে রান রেটে পাকিস্তান এগিয়ে রয়েছে। ‘এ’ গ্রুপ থেকে এরই মধ্যে প্রথম দুই ম্যাচে জয় পেয়ে ভারত একদিকে পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপের শীর্ষে তারা। এ ম্যাচে জয়ী দল ভারতের সঙ্গী হয়ে পরবর্তী রাউন্ডে উঠবে।
এ ম্যাচের আগে উভয় দলের মাঝে দারুণ মিল। উভয় দলের পয়েন্ট সমান, একটা করে জয়। উভয় দল ওমানকে হারিয়ে এ পর্যন্ত একমাত্র জয় পেয়েছে। দুই দলই হেরেছে ভারতের কাছে। এবার পথ পরিবর্তনের পালা। জয়ী দল সামনের দিকে এগিয়ে যাবে। আর হারা দলের বিদায় নিশ্চিত হবে।
এ ম্যাচে ফেভারিট পাকিস্তান। তবে তাদের সময়টা ভালো যাচ্ছে না। ব্যাটিং বোলিং কোনো বিভাগেই তারা সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। ফলে এবারের এশিয়া কাপে নাজুক অবস্থা তাদের। এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে পাকিস্তানের ব্যাটারের নাম নেই। অথচ রয়েছেন আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। দুই ম্যাচ থেকে তার সংগ্রহ ৮৮ রান। শুধু তাই নয়, দলটির শারাফু আছেন সপ্তম স্থানে। অষ্টম স্থানে পাকিস্তানের মোহাম্মদ হারিস।
বোলিংয়েও অনেকটা একই অবস্থা। পাকিস্তানের বোলারদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে তারা। পাকিস্তানের সায়েম আইয়ুব ৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে। সমান উইকেট নিয়েছেন আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকি।
