ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। চোটের কারণে প্রথম টেস্টের দলে নেই পেসার খুররাম শাহজাদ। ফলে টেস্টে ফিরেছেন ৩৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার নোমান আলি।
ঘরের মাঠে তিন টেস্টের সিরিজের প্রথমটির জন্য ১৫ সদস্যের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কয়েক দিন আগেই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। তবও নেতৃত্বে টিকে গেছেন শান মাসুদ। এছাড়া বাদ পড়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান কামরান গুলাম ও পেসার মোহাম্মদ আলি। মুলতানে আগামী ৭ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট।
প্রথম টেস্টের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, বাবর আজম, মির হামজা, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলি, সাইম আইয়ুব, সালমান আলি আঘা, সারফারাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি।