দীর্ঘ ২৯ বছর পর আইসিসির বড় কোন টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ফাইনালে ওঠায় নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখা থেকেও বঞ্চিত হলো পাকিস্তানের দর্শকরা। ভারত ফাইনাল নিশ্চিত করায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পরিবর্তে ফাইনাল হবে দুবাইয়ে।
আগামী রোববারের (৯ মার্চ) ফাইনালের মহারণে ভারতের প্রতিপক্ষ কে হবে সেটি নির্ধারণ হবে দ্বিতীয় সেমিফাইনালে। দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
বহু নাটকের পর হাইব্রিড মডেলে মাঠে গড়ায় আট জাতির এই আসর। ২৯ বছর পর কোনো আইসিসির ইভেন্টের পর্দা উঠে পাকিস্তানের মাটিতে। হাইব্রিড মডেলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয় দুবাইয়ে। কাগজে-কলমে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারতের সঙ্গে ম্যাচ খেলতে তাদেরই উড়ে আসতে হয়েছিল দুবাইয়ে।
