এশিয়া কাপে পর পর দুই দিন খেলতে নামছে বাংলাদেশ। সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের পর পাকিস্তানের বিপক্ষেও টসে জিতে ফিল্ডিং বেছে নিলেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক। এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। সাইফুদ্দিন, নাসুম এবং তানজিদ এর জায়গায় দলে ঢুকেছেন শেখ মাহেদী, তাসকিন আহমেদ এবং নুরুল হাসান সোহান। পাকিস্তান আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন জাকের আলী। জাকের জানান, এই উইকেটে প্রথমে বোলিং করাটাই দলীয় সিদ্ধান্ত। তিনি আরও বলেন, পিচ শুষ্ক। টুর্নামেন্টের আগে, মানসিকতা ছিল টুর্নামেন্ট জেতার এবং তা এখনও পরিবর্তিত হয়নি।
সালমান আগা বলেন, টস জিতলে তিনিও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন। কেননা যখনই তারা ভালো স্কোর করেছে সেই ম্যাচেই তারা জয় পেয়েছে। শ্রীলঙ্কাকে হারানো প্রসঙ্গে সালমান বলেন, ওই ম্যাচটি দুর্দান্ত ছিলো এবং সেই ম্যাচের মতো বাংলাদেশের বিপক্ষেও তারা একই পরিকল্পনা নিয়ে খেলতে নামছে।
বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দু’টিতে জয় পেয়েছে। যার মধ্যে এই বছরের শুরুতে একটি হোম সিরিজ ছিলো। কিন্তু সামগ্রিকভাবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড বেশ খারাপ। পাকিস্তানের বিপক্ষে ২৫ টি-টোয়েন্টির মধ্যে মাত্র পাঁচটিতে জয় আছে টাইগারদের।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















