পাকিস্তানের মাটিতে বুধবার পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। আর পরের দিন ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করবে টাইগাররা। চূড়ান্ত লড়াইয়ের আগে পাকিস্তান এ দলের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে সোমবার মাঠে নেমেছিল নাজমুল হোসেন শান্তর দল।
দীর্ঘ দিন পর ওয়ানডে ফর্মেটে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। সেটা ধরে রেখে ব্যাটিং করার চেষ্টা করেছেন মেহেদি হাসান মিরাজও। তবে তার বিদায়ের পরই ধস নামে টাইগারদের ব্যাটিং লাইনআপে।
তবে পাকিস্তান এ দলের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি মুশফিকুর রহিম-জাকের আলির মতো ব্যাটাররা। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ হাসান তামিম দুইয়ে এসে ব্যর্থ। ইনিংস ওপেন করতে নেমে ৬ রানের বেশি করতে পারেননি তিনি। আলি রেজার বলে বোল্ড হয়েছেন এই ওপেনার।
তিনে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক শান্ত। তামিমের পথেই হেটেছেন অধিনায়ক। মুবাশ্বির খানকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে শান্তর ব্যাট থেকে এসেছে ১২ রান। তামিম-শান্ত ব্যর্থ হলেও আরেক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন সৌম্য সরকার।
সৌম্যের ব্যাটে ভর করেই শুরুর পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৬০ রান তোলে বাংলাদেশ। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য। কপাল দোষে রান আউটে কাটা পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৩৫ রান।
সৌম্যের বিদায়ের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ। চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি। তাকে সঙ্গ দেন তাওহিদ হৃদয়। তবে ১৯ রানের বেশি করতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার।
হৃদয়ের বিদায়ের পরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। দুর্দান্ত ব্যাটিং করা মিরাজ সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে। তার ব্যাট থেকে এসেছে ৫৩ বলে ৪৪ রান। মিডল অর্ডারে ব্যর্থ মুশফিক-জাকের আলিরা। তাতে দেড়শর আগেই ৭ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন। তবে রিশাদ ১৪ রানের বেশি করতে পারেননি। আর সাকিবের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩০ রান। তাছাড়া নাসুম আহমেদ করেছেন ১৫ রান। তাতে পাকিস্তান এ দলের বিপক্ষে ৩৮.৪ ওভারে ২০২ রানে অলআউট বাংলাদেশ। ফলে ভারতের বিপক্ষে চূড়ান্ত লড়াইয়ের আগে বাংলাদেশের ব্যাটিংয়ে দুশ্চিন্তা থেকেই গেল।