ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ হলেও যখনই দেশ দুটোর নাম আসে তখন সেখানে থাকে না বন্ধুত্বের কোনো নিদর্শন। বরং সেখানে একরাশ ঘৃণা আর শত্রুতা স্থান করে নেয়। ক্রীড়াক্ষেত্রে বেশির ভাগ সময় দুই দেশের মধ্যে শত্রুতার ব্যারোমিটারে পারদের উচ্চতা অনেকটা বেড়ে যায়। যুগ যুগ ধরে চলে আসছে এমনটা। ফলে কোনো বহুজাতিক টুর্নামেন্টে এই দুই দলের মুখোুমখি হওয়ার সম্ভাবনা থাকলে আয়োজকদের যেমন দুঃশ্চিন্তার শেষ থাকে না তেমনি ভক্তদেরও। ম্যাচটি হবে কিনা তা নিয়ে থাকে দুঃশ্চিন্তা। আসন্ন এশিয়া কাপের সূচী প্রকাশের পর এমন আশঙ্কা তৈরি হয়েছিল। তবে এ ব্যাপারে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে নতুন নীতিমালা প্রকাশ করেছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়।
নীতিমালায় জানানো হয়েছে, এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো টুর্নামেন্টের মতো বড় আসরগুলোতে স্বাভাবিক নিয়মে খেলবে ভারত। কিন্তু দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হবে না। পাকিস্তানে খেলতে ভারত যাবে না, আবার পাকিস্তান দলকে ভারতে আসার অনুমতি দেওয়া হবে না।
নীতিমালায় আরও বলা হয়েছে, বড় প্রতিযোগিতার ক্ষেত্রে আইসিসি দায়িত্বে থাকে। তাই তাদের দিকটাও আমাদের দেখতে হবে। ফলে পাকিস্তানে অনুষ্ঠিতব্য কোনো প্রতিযোগিতায় ভারত অংশ নেবে, আবার ভারতে আয়োজিত টুর্নামেন্টে পাকিস্তানও অংশ নিতে পারবে।
ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের এই নীতি থেকে একটা বিষয় স্পষ্ট যে, আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। দুবাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















