২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসবে পরবর্তী টি–টোয়েন্টি বিশ্বকাপ। মুলত সেই আসরের প্রস্তুতির অংশ হিসেবেই নভেম্বরে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অংশ নিচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
রাওয়ালপিন্ডিতে ১৭ নভেম্বর শুরু হবে টুর্নামেন্ট। উদ্বোধনী দিনের দুটি ম্যাচও হবে সেখানেই। এরপর বাকি পাঁচ ম্যাচ ও ২৯ নভেম্বরের ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে। লিগপর্বে প্রতিটি দল মুখোমুখি হবে দুইবার করে।
এ মৌসুমে দ্বিতীয়বার দ্বিপাক্ষিক সিরিজের পরিবর্তে আয়োজন হচ্ছে ত্রিদেশীয় লড়াই। আগস্টে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত সিরিজে সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করা হয়েছিল। এবার শ্রীলঙ্কার বিপক্ষে পরিকল্পিত তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ বাতিল হয়ে আফগানিস্তানকে নিয়ে তৈরি হলো নতুন ফরম্যাট। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যথারীতি পরবর্তী সময়ে হবে।
এই সিরিজ দিয়েই পাকিস্তানের মাটিতে আফগানিস্তান প্রথমবারের মতো আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলতে নামবে। এর আগে তারা পাকিস্তানে মোট পাঁচটি ওয়ানডে খেলেছে। সর্বশেষ ছিল চলতি ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ। যদিও ২০২৩ সালের এশিয়া কাপ ও চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে খেলেছিল আফগানিস্তান, তবে সেসব আসরে সরাসরি পাকিস্তানের মুখোমুখি হয়নি।
ত্রিদেশীয় সিরিজের সূচি
১৭ নভেম্বর: পাকিস্তান বনাম আফগানিস্তান (রাওয়ালপিন্ডি)
১৯ নভেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (রাওয়ালপিন্ডি)
২২ নভেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (লাহোর)
২৩ নভেম্বর: পাকিস্তান বনাম আফগানিস্তান (লাহোর)
২৫ নভেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (লাহোর)
২৭ নভেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (লাহোর)
২৯ নভেম্বর: ফাইনাল (লাহোর)
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















