আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কম জল ঘোলা হয়নি। ভারতের একগুয়েমিতার কারণে এই জল ঘোলা। এদিকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া দলগুলোর পতাকা টানানো হয়েছে। সেখানে নেই ভারতের পতাকা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।
কেউ কেউ বলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইচ্ছা করেই ভারতের পতাকা উপেক্ষা করে গেছে। তবে এ নিয়ে পিসিবি ব্যাখ্যা দিয়েছে। তারা জানিয়েছে, এখানে পিসিবি কিছু করেনি, যা করা হয়েছে তা আইসিসির নির্দেশনা মেনে করা হয়েছে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসির নির্দেশনা অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালে শুধু চারটি পতাকা উত্তোলন করা হবে। আইসিসি, পিসিবি এবং ম্যাচে অংশ নেওয়া দুই দলের পতাকা থাকবে। যেহেতু ভারত পাকিস্তানের কোনো ম্যাচ খেলবে না সে কারণে পাকিস্তানের কোনো ভেন্যুতে ভারতের পতাকা উড়বে না।
পিসিবির এক মুখপাত্র বলেন, বিষয়টি একদম পরিস্কার। আইসিসির নির্দেশনা অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালে শুধু চারটি পতাকা উত্তোলন করা হবে। আইসিসি, পিসিবি এবং ম্যাচে অংশ নেওয়া দুই দলের পতাকা থাকবে।