পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন বাসিত আলী। সেই সাথে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন ওয়ানডে কাপে’ মালিককে স্ট্যালিয়ন্সের মেন্টর নিয়োগ দেওয়ায় পিসিবির কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক এই ক্রিকেটার।
সাবেক ক্রিকেটার বলেন,‘যারা দেশের কথা ভাবতে পারে না, তাদের নিয়োগ দেওয়া উচিত হয়নি। যারা ইচ্ছাকৃতভাবে একটি ম্যাচ হারের কথা স্বীকার করেছে। তাদের মেন্টর হওয়া উচিত নয়। যার প্রমাণ চাইলে দেবো।’
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশের পর পাকিস্তানের ক্রিকেটাররা এখন ব্যস্ত চ্যাম্পিয়ন্স কাপে। পাঁচ দলের এই টুর্নামেন্টে স্ট্যালিয়ন্সের অধিনায়ক মোহাম্মদ হারিস। সেই দলের হয়ে খেলছেন অধিনায়ক বাবর আজমও। বাবরকে অধিনায়কত্ব না দেয়ায় চঠেছেন বাসিত।
এ বিষয়ে বলেন,‘বাবর আজমের জন্য আমার একটাই আফসোস। সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক তাকে (বাবর) অধিনায়ক করেননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন।’