প্রথম ইনিংসে ১২২ রানে অলআউট হয়েছিলো বাংলাদেশ ‘এ’ দল। অবশ্য দ্বিতীয় ইনিংসেও তাঁরা বিপদে পড়লেও শেষ পর্যন্ত প্রত্যাশিত ড্র আদায় করেছে। স্বাগতিক পাকিস্তান ‘এ’ দল ৪ উইকেটে ৩৬৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। ২৪৫ রানে পিছিয়ে থেকে শেষ দিন দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৫ উইকেটে ১৫৩ রান করে তাঁরা।
দলের ১৭ রানে এনামুল হক বিজয় (৪) মীর হামজার শিকার হন। লাঞ্চের পর দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ ‘এ’। মুমিনুল হক (৮) সুবিধা করতে পারেননি। শাহাদাত হোসেন দীপুও (১৩) ফিরে যান। ওপেনিংয়ে নেমে ৩৩ রানে আউট হন জাকির হাসান।
৬৯ রানে চার উইকেট পড়ার পর নাঈম হাসান ও তানজিম হাসান সাকিব শক্ত হাতে হাল ধরেন। দুজনের ৮৪ রানের জুটি ভাঙার পর আলোকস্বল্পতার কারণে আগেভাগে দিনের সমাপ্তি টানেন আম্পায়াররা। ৬৯ বলে ৫৫ রান করে আউট হন নাঈম। ৭০ বলে ১১ রানে অপরাজিত ছিলেন তানজিম। নেমে কোনও বল খেলতে পারেননি রেজাউর রহমান রাজা।
পাকিস্তানের দলটির পক্ষে দুটি করে উইকেট নেন হামজা ও মোহাম্মদ আলী।