পাকিস্তান দলে ফিরতে সিপিএলে রিজওয়ান

পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ে প্রথমবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে নাম লেখালেন মোহাম্মদ রিজওয়ান। বেশ কিছুদিন ধরেই বাবর-রিজওয়ানের জন্য পাকিস্তান টি-টোয়েন্টি দলের দুয়ার বন্ধ। সামনের এশিয়া কাপেও তাকে রাখা হয়নি বিবেচনায়। সেই দুয়ারে কড়া নাড়ার চেষ্টায় পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান প্রথমবারের মতো খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

রিজওয়ান নাম লিখিয়েছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে। পেসার ফাজালহাক ফারুকির বদলি হিসেবে পাকিস্তানের কিপার-ব্যাটসম্যানকে দলে নিয়েছে দুই বারের চ্যাম্পিয়ন দলটি। জাতীয় দলের ব্যস্ততার কারণে সিপিএল ছেড়ে যেতে হচ্ছে আফগানিস্তানের বাঁহাতি পেসারকে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্র অবশ্য এখনও পাননি রিজওয়ান।

তবে সেটা কেবলই আনুষ্ঠানিকতা, চলে আসবে যে কোনো সময়। সিপিএলে পা রেখে এক বছরে দুটি লিগের কোটা পূর্ণ করে ফেললেন রিজওয়ান। এই জুলাই থেকে পিসিবির নিয়ম অনুযায়ী, ১২ মাস সময়ের মধ্যে বিদেশের কেবল দুটি লিগে খেলতে পারবেন পাকিস্তানি ক্রিকেটাররা। আগামী বিগ ব্যাশে রিজওয়ানের খেলা নিশ্চিত হয়েছে আগেই। চুক্তিবদ্ধ হয়েছেন তিনি মেলবোর্ন রেনেগেডসে।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে রিজওয়ানের সঙ্গেই বাদ পড়া বাবর আজমও এবার বিগ ব্যাশ খেলবেন প্রথমবারের মতো। তাকে দেখা যাবে সিডনি সিক্সার্সের হয়ে। পাকিস্তানের হয়ে ১০৬ টি-টোয়েন্টি খেলেছেন রিজওয়ান। তিনি। খেলা রিজওয়ান সবশেষ এই সংস্করণে দেশকে প্রতিনিধিত্ব করেছেন গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে। স্ট্রাইক রেট ও খেলার ধরনের কারণে বাবরের সঙ্গে তার ব্যাটিং নিয়েও ছিল অনেক সমালোচনা ও প্রশ্ন।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ২৮৬ ম্যাচ খেলে ৩ সেঞ্চুরি ও ৬৯ ফিফটিতে ৮ হাজার ৪২১ রান করেছেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার। তবে স্ট্রাইক রেট ১২৫.৮৫। সিপিএলে বেশির ভাগ ম্যাচ অবশ্য যে ধরনের মন্থর উইকেটে হয়ে থাকে, সেখানে রিজওয়ানের ব্যাটিং কার্যকর হতে পারে। তবে তার দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের ঘরের মাঠ সেন্ট কিটসে আবার উইকেট সাধারণত ব্যাটিং সহায়কই থাকে।

পাকিস্তানের বেশ কজন ক্রিকেটার এবার সিপিএলে খেলছেন। রিজওয়ান যেমন সতীর্থ হিসেবে পাচ্ছেন দুই পেসার নাসিমত শাহ ও আব্বাস আফ্রিদিকে। এছাড়াও ইমাদ ওয়াসিম, উসামা মির, মোহাম্মদ আমির, সালমান ইরশাদরা খেলছেন এই টুর্নামেন্টে।

Exit mobile version