৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দলের দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। তবে দেশের চলমান পরিস্থিতি তা হয়নি। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে দেশের সার্বিক পরিস্থিতি সংকটে পড়ে। এতে করে ‘অনিবার্য কারণবশত’ দুদিনের জন্য সফরটি স্থগিত করে বিসিবি।
দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিন দিন পর অর্থাৎ ৯ আগস্ট পাকিস্তানের বিমান ধরেছেন মুমিনুল হক-মুশফিকুর রহিমরা। আর আজ ১০ আগস্ট ভোরে পাকিস্তানের ইসলামাবাদে গিয়ে পৌঁছেছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দেরী হওয়ার কারণে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের নতুন সূচিও প্রকাশ করেছে তারা। নতুন সূচি অনুযায়ী ১৩-১৬ আগষ্ট মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। এর আগে অবশ্য ১১ এবং ১২ আগষ্ট অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নেবেন ক্রিকেটাররা।