টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে ক্রিকেটে ফিরছে টাইগাররা। আগামী ২১ আগস্ট পাকিস্তানের মাটিতে গড়াবে প্রথম টেস্ট। এই টেস্ট সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে অনুশীলনে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা।
দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে গতকাল থেকে জহুর আহমেদে মাঠে গড়িয়েছে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। সেখানে তিন দিনের ম্যাচে প্রথম দিনে ব্যাট হাতে ৯০ রান করেন ওপেনার এনামুল হক বিজয়। ম্যাচ শেষে বিজয় বলেন,‘আসলে আমাদের টাইগার্স ক্যাম্প ছিল হোয়াইট বল এবং রেড বলের। হোয়াইট বলটাতে ছিল ব্যাকআপ প্লেয়ার যারা বিশ্বকাপে ইনজুরি হলে এরকম প্লেয়ার যাবে। সেখানে এক মাস হোয়াইট বলের প্র্যাকটিস করেছি।’
এছাড়া তিনি বলেন,‘এরপর এখানে আসার পরে প্রচুর পরিমানে বৃষ্টি এরপর দেশের অবস্থা ভাল ছিল না। এরপরে ম্যাক্সিমাম চার-পাঁচটা সেশন করতে পেরেছি বিভিন্ন রকম ওয়েদার দেখছেন আপনারা আজকের ম্যাচের উইকেটটাও দেখেছেন। এমন না যে টেস্টের জন্য রেডি হওয়ার জন্য আমরা অনেক সেশন করেছি। এমন না আমরা অনেক প্র্যাকটিস সেশন করেছি বাট যতটুকু হয়েছে পাঁচটা ছয়টা সেশন হয়েছে তবে আমার মনে হয় পর্যাপ্ত।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














