সরকার পতনের পর দেশের প্রায় সব ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন এসেছে। যেখানে পিছিয়ে নেই দেশের ক্রিকেট আঙ্গিনাও। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে আছেন নাজমুল হাসান পাপন। কিশোরগঞ্জ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এক যুগের বেশি সময় ধরে ক্রিকেটের সর্বোচ্চ পদে আছেন।
তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ক্রিকেটের দৃশ্যপটে নেই নাজমুল হাসান পাপন। দুদিন আগে এক সূত্রের মাধ্যমে ক্রিকইনফো জানিয়েছিলো, বোর্ড সভাপতিও আওয়ামী লীগের অন্য অনেক নেতার মতোই দেশত্যাগ করেছেন।
নাজমুল হাসান পাপন এখন যুক্তরাজ্যের লন্ডনে। এমনটাই দাবি করেছেন তারেক আহমেদ সোহাগ নামের এক ব্যক্তি। নিজের ফেসবুক প্রোফাইলে পাপনের একটি ছবি পোষ্ট করে তিনি লিখেছেন, “লোকটাকে চেনা যায়? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলো একসময়, নাজমুল হোসেন পাপন এখন লন্ডনে। একটু আগে এসেছিলো আমার কাজের জায়গায় ডাউনস্টেয়ারে বসে ফুডের জন্য অপেক্ষা করছে। সিসিটিভি ফুটেজ থেকে নেয়া ছবি”
তার এই দাবির সত্যতা অবশ্য এখনো নিশ্চিত করা যায় নি।