একটা সময় বাংলাদেশে ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন সাকিব আল হাসান! দেশের হয়ে প্রায় দেড় যুগ তিন ফর্মেটেই অলরাউন্ডাররা ভুমিকায় আলো ছড়ান তিনি! কিন্তু ক্রিকেট থেকে বিদায় না নিয়েই রাজনীতিতে জড়িয়ে নিজের বিপদ ডেকে আনেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার!
গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব একপ্রকার নির্বাসিত রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তবে আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার।
স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরুর পর লাহোর কালান্দার্সের হয়ে দেখা যাবে তাকে। সাকিব নিজেই নিশ্চিত করেছেন পিএসএলে খেলার ব্যাপারটি। এর মধ্য দিয়ে সাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার।
সবশেষ তাকে দেখা গেছে আবু ধাবি টি-টেন ক্রিকেটে। সেখানে বাংলা টাইগার্সের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন ৩০ নভেম্বর। স্বীকৃত ক্রিকেটে সবশেষ খেলেছেন তিনি গত সেপ্টেম্বরে ভারত সফরে বাংলাদেশের হয়ে টেস্ট সিরিজে।
পরের মাসেই বিদায়ী টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল তার। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে আর দেশে ফিরতে পারেননি। পরে দেশের বাইরেও বাংলাদেশের হয়ে আর দেখা যায়নি তাকে।
ক্যারিয়ারজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটানো অলরাউন্ডার গোধুলি বেলায় খুঁজছিলেন খেলার সুযোগ। আইপিএল, পিএসএলের নিলামে দল পাননি। অবশেষে পিএসএল দিয়ে ফেরার দুয়ার খুলল। ভারত-পাকিস্তান সংঘাতের জের ধরে গত শুক্রবার স্থগিত হয় পিএসএল। যুদ্ধবিরতির পর আবার তা শুরু হতে যাচ্ছে এই শনিবার।
স্থগিত হওয়ার আগে লাহোরের হয়েই খেলেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ছয় দলের আসরে পয়েন্ট তালিকায় চারে আছে ফ্র্যাঞ্চাইজিটি।
আট বছর পর এবার পিএসএলে খেলবেন সাকিব। প্রাথমিক পর্বে আর একটি ম্যাচই বাকি আছে লাহোরের। রাওয়ালপিন্ডিতে রোববার তাদের লড়াই পেশাওয়ারের সঙ্গে।