শুরু হওয়া ইংল্যান্ড-ভারত প্রথম টেস্টের ফল কি হবে জানতে অপেক্ষা করতে হচ্ছে। তবে হেডিংলিতে ম্যাচের দ্বিতীয় দিন শেষে যা ঘটেছে তা যথেষ্ঠ উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। প্রথম ইনিংসে ভারতকে ৪৭১ রানে আটকে দিয়ে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৪৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান করেছে তারা। ওলি পোপ ১০০ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে শেষ সময়ে যোগ দেওয়া হ্যারি ব্রুক এখনো রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় দিন শেষে ভারত ২৬২ রানে এগিয়ে রয়েছে।
দ্বিতীয় দিনে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন ভারতের জসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের হারানো তিন উইকেটই তিনি নিয়েছেন। ১৩ ওভারে মাত্র ৪৮ রানে তার এই তিন শিকার।
বুমরাহের বিধ্বংসী বোলিংয়ে ইনিংসের শুরু থেকেই খাবি খেয়েছে ইংল্যান্ড। শুরুতেই জ্যাক ক্রলিকে তুলে নিয়ে তিনি ইংল্যান্ড দলে আতঙ্কে ছড়িয়ে দিয়েছিলেন। তবে ওলি পোপ ও বেন ডাকেট দারুণভাবে সেই আতঙ্ক থেকে দলকে রক্ষা করেছেন। দ্বিতীয় উইকেটে তারা ১২২ রান জড়ো করেন। মূলত এই জুটিই ইংল্যান্ডকে লড়াইয়ে ফিরিয়ে এনেছে। ডাকেট ৯৪ বলে ৬২ রান করেন।
পোপ ১০০ রান করতে ১৩১ বল খেলেছেন। ১৩ বাউন্ডারিতে সাজানো ছিল তার এই ইনিংস। ক্যারিয়ারে এটি তার নবম টেস্ট সেঞ্চুরি। একই সঙ্গে টানা দ্বিতীয়। এর আগে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন।
দ্বিতীয় দিনের শেষ ওভারটি ঘিরে বেশ নাটকীয়তা তৈরি হয়েছিল। অভিজ্ঞ বুমরাহ এ ওভারটি করতে এসে নো বল করেছিলেন। তিনটি নো বল করেন তিনি। তিনবারই ওভার স্টেপ করেন।
