সেমিফাইনালের স্বপ্ন শেষ। এবার ২০২৫ সালে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয়ার মিশন। বিশ্বকাপে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ভালো ফল। প্রথম বাধা পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে বাংলাদেশ। দলীয় ২৩ রানে তিন উইকেট হারানোর পর মুশফিকের সাথে জুটি গড়েছিলেন। কিন্তু ৭৯ রানের জুটি গড়ে দলীয় ১০২ রানের সময় বিদায় নিলেন লিটন কুমার দাস। ব্যক্তিগত ৪৫ রানে ইফতিখার আহমেদের বলে আগা সালমানের হাতে ধরা পড়েন লিটন।
কোলকাতার ইডেন গার্ডেন্সে গত ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানের পরাজয়ে বিপর্যস্ত বাংলাদেশ দল। অথচ আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছিলো সাকিব-লিটনদের। কিন্তু পরের পাঁচ ম্যাচে হারতে হয় বাংলাদেশকে। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন দিয়ে দেশ ছাড়া দলটা এখন ছন্নছাড়া অবস্থায়।
এদিকে, পাকিস্তানের মাটিতে ২০২৫ সালে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে আইসিসি’র নতুন নিয়মে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে সেরা আটে জায়গা করে নিতে হবে। স্বাগতিক হওয়ায় পাকিস্তান সরাসিরি খেলবে। বাকি অংশগ্রহণকারী দলগুলো নির্বাচন হবে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















