ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ওয়ানডে ম্যাচে হেরে গেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ৯ উইকেটে জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছিল। জবাবে ১১০ বল হাতে রেখে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
টস জয়ের পর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেলে ম্যাথিউজ বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাট হাতে ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আকতার কিছুটা স্বস্তি বয়ে আনলেও অন্যরা ছিলেন ব্যর্থ। মুর্শিদা খাতুন ৪০ রান করেন। শারমিনের সংগ্রহ ছিল ৪২। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ৪৪ রানের জুটি গড়েন।
বাংলাদেশের শীর্ষ ছয় ব্যাটারের সবাই দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন। তবে তাদের রান তোলার গতি ছিল অত্যন্ত ধীর। শারমিন তার ৪২ রান করতে খেলেছেন ৭০ বল। অধিনায়ক নিগার সুলতানা ১৪ রান করতে খেলেছেন ৪৪ বল।
ওয়েস্ট ইন্ডিজের সফল বোলার ছিলেন দিনদ্রা দোতিন। ৪০ রানে তিনি তিন উইকেট নেন।
জবাবে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে কখনোই দুঃশ্চিন্তায় পড়তে হয়নি। প্রথম উইকেটে ব্যাটিংয়ে আসা দুই ওপেনার হেলে ম্যাথিউজ ও কিয়ানা জোসেফ দলকে জয়ের ভিত গড়ে দনে। ১৬৩ রানের জুটি তাদের। অধিনায়ক হেলে অপরাজিত সেঞ্চুরি করেন। ১০৪ রানে অপরাজিত তিনি। ১৬টি বাউন্ডারি ছিল তার ইনিংসে। অন্যদিকে জোসেফ ৭৯ বলে ৭০ রান করেন। তিনি ছয়টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে ইনিংসটি সাজিয়েছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৯৮/৯ (মুর্শিদা ৪০, শারমিন ৪২, সোবহানা মোস্তারি ৩৫, স্বর্ণা আকতার ২৯, নিগার সুলতানা ১৪; দিনদ্রা দোতিন ৩/৪০, আলিয়াহ আলেনি ২/২২, হেলে ম্যাথিউজ ২/৪১)।
ওয়েস্ট ইন্ডিজ: ২০২/১ (৩১.৪ ওভার)। (হেলে ম্যাথিউজ ১০৪* ও কিয়ানা জোসেফ ৭০*; রাবেয়া খান ১/৩৮)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : হেলে ম্যাথিউজ।