প্রথম টেস্টের উইকেট ও কম্বিনেশন নিয়ে ধোঁয়াশায় সিমন্স

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে গলেতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ রবিবার শুরু হয়েছে টাইগারদের আনুষ্ঠানিক অনুশীলন। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দলের প্রধান কোচ ফিল সিমন্স।

প্রথম টেস্টে একাদশ কেমন হতে পারে—এমন প্রশ্নের জবাবে সিমন্স জানান, এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। উইকেটের অবস্থা পর্যবেক্ষণের পরই ঠিক করা হবে চূড়ান্ত কম্বিনেশন। তিনি বলেন, “এখনও একাদশ চূড়ান্ত করিনি। উইকেট কেমন আচরণ করে সেটা দেখে কাল সিদ্ধান্ত নেব। আজ উইকেট ভালোই মনে হয়েছে, কাল আরও ভালোভাবে দেখে বোঝা যাবে।”

সম্প্রতি ওয়ানডে দলের নেতৃত্ব পরিবর্তন নিয়ে কিছুটা আলোচনা চলছে। মেহেদী হাসান মিরাজকে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে, যা নিয়েও প্রশ্ন উঠে—এই পরিবর্তন কি টেস্ট দলের ব্যাটার শান্তর পারফরম্যান্সে প্রভাব ফেলবে?

এই বিষয়ে আশ্বস্ত করেন সিমন্স। তার মতে, “আমি মনে করি না এতে শান্তর পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে মাঠে সে নিজের খেলাতেই মনোযোগ দেবে। অন্যান্য বিষয় মাঠের বাইরে থাকবেই।”

বাংলাদেশের টেস্ট দল এখনো উইকেট ও কন্ডিশনের উপর নির্ভর করে চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার গলে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

Exit mobile version